∗∗∗ আকাশ ভরা তারা ∗∗∗
সাঁঝের পরে দেখতে আকাশ
ব্যস্ত যখন মন,
ঘন্টা খানেক হারিয়ে গেলো
পড়া-পড়ার ক্ষণ ।
পাহাড় ঘেঁষা আধফালি চাঁদ
জাগায় মনে সারা,
মিটি-মিটি বলছে কথা
আকাশ ভরা তারা।
বিশ্বয়ে আজ হৃদয় মাঝে
ইচ্ছে নদীর ধারা,
দিগন্ত রেখা ছুঁয়ে আছে
আকাশ ভরা তারা।
ঘুম জড়ানো ভোর আকাশে
ঊষার লগন শুরু,
আকাশ ভরা তারার জন্যে
বুক করে দুরু-দুরু।
শিশির ভরা ঘাসের মাঠে
চোখ মেলতেই ধরা,
রাত আকাশে ছড়িয়ে থাকা
আকাশ ভরা তারা।
♦♦♦♦♦