—অভিমানী ঠোঁট—

ছাউনি ছাড়া বাসষ্ট্যান্ডে
দু’জনের মিনিট গোনা,
বৃষ্টির সাথে বৈশাখি ঝড়ে
উড়ে গেল এক মাত্র ছাতা।

জলে মুছে গেছে লাজ,
পলক হীন দুজনের চোখ
একটু ঝুঁকতেই,

বৃষ্টি ভেজা ঠোঁটের স্পর্শ পূর্বে
বেজে উঠল বাসের হর্ন।
সিট্‌ না পেয়ে আর্‌ চোখে চাওয়া
আজও
অভিমানী ঠোঁটের হয়নি পরশ পাওয়া।

*****