—অচেনা বৈশাখে—

যুগ যুগান্তরে দূত হয়ে
বাংলা ভাষার স্বপ্ন জয়ে,
এলে এক অচেনা বৈশাখে
মিষ্টি সুরের কোকিল ডাকে।

করলো বরণ জন্ম-দিনে
সুরের জগৎ তাইতো চেনে,
প্রকৃতির যত ভালো-বাসা
জাগায় তোমার সাহিত্য নেশা।

দর্শন-এর ভাবনা আসে
আত্মা যখন জ্ঞানের দেশে,
প্রজাপতির রঙ-এ মেতে
ছবি আঁকো নিজের হাতে।

আজকে তোমার জন্ম-দিনে
ভাবনা সবই থাকে ঋণে,
শিশু, কিশোর কিম্বা বৃদ্ধা
সবাই জানাই তোমায় শ্রদ্ধা।