— ওরা শব্দ কিনে ভরায় ঘর —

মনের ভাষা প্রকাশ পায়
অর্থ যুক্ত শব্দ গাঁথায়,
শব্দ সাজিয়ে তৈরি বই
যাকে পড়ে শিক্ষিত হই।

গ্রন্থ, আইন, পত্রিকা সব
এদের পেশায় শব্দ সরব,
জ্ঞানীরা পেতে জ্ঞানের বর্
ওরা শব্দ কিনে ভরায় ঘর।

*****